কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার কুয়াকাটা সৈকত সংলগ্ন একটি চিংড়ি ঘেরের পাশ থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয় গ্রামবাসী।

 

বৃহস্পতিবার দুপুরে মাঠে গরু চড়াতে গিয়ে স্থানীয় কৃষকরা সাপটি দেখে ডাক চিৎকার দিলে চিংড়ি হ্যাচারীর টেকনেশিয়ান কৌশলে সাপটি ধরে একটি পানি রাখার ড্রামে আটকে রাখে। খবর পেয়ে কুয়াকাটা টুরিষ্ট পুলিশ সাপটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

খাজুরা বন বিভাগের বিট অফিসার পলাশ চক্রবর্ত্তী জানান, সাপটির ওজন প্রায় ২৫ কেজি। এটি অজর্গ সাপের ২/৩ মাস বয়সী বাচ্চা। খাদ্যের সন্ধানে সাপটি লোকালয়ে ঢুকে পড়তে পারে। তাদের ধারনা এই ধরনের সাপ এখানে আরও অনেক আছে। বৃহস্পতিবার শেষ বিকালে কুয়াকাটা সংলগ্ন খাজুরা ম্যানগ্রোভ বনাঞ্চলে অজগর সাপটি ছেড়ে দেয়া হয়েছে। এ সময় সাপটি দেখতে কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকসহ হাজার হাজার মানুষ ভীড় করে।

(এমকেআর/এএস/মে ০২, ২০১৫)