আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের ঠিক আগ মুহুর্তে দেশটির ৫ টি বুথে চলছে পুনরায় ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় এ প্রক্রিয়া।

বুথগুলো হচ্ছে- বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরের ৮২ নম্বর বুথ, বসিরহাট-হাড়োয়ার ১৪৬ নম্বর বুথ, বসিরহাট দক্ষিণে ২৫৩ নম্বর বুথ ও জয়নগরের ক্যানিং পূর্বে ২২৫ ও ২২৬ নম্বর বুথ।

বুথ দখল, জাল ভোট, রিগিংসহ নানা অনিয়মের অভিযোগ করে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো। তার সাথে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর রাকেশের মন্তব্যে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে।

এমন পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক বুথে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিল বাম, বিজেপি, কংগ্রেসসহ অন্যান্য দল। কিন্তু কমিশন মাত্র পাঁচটি বুথে পুনঃনির্বাচনের নির্দেশ দেয়। ভোট গ্রহণ শেষে এসব বুথের ফলাফল শুক্রবার চূড়ান্ত ফলাফলের সাথে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সূত্র: জি নিউজ

(ওএস/এইচআর/মে ১৫, ২০১৪)