স্টাফ রিপোর্টার : বিমানের রাডার ক্রয় দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য পেশ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। অপর ২ আসামিও নিজেদের নির্দোষ দাবি করেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জেলা জজ আব্দুল মজিদের আদালতে হাজির হন এরশাদ। আদালত বক্তব্য গ্রহণ করে আগামী ২৯ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত এ মামলা সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। সাক্ষ্যগ্রহণের কোনো বাধা না থাকলেও ২০০৯ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী আলী হায়দারকে আদালতে হাজির করেনি।

পরে মামলার ১৮ বছর পর ২০১০ সালের ১৯ আগস্ট শুরু হয় বাদীর সাক্ষ্য। প্রায় ১০টি ধার্য তারিখের পর ২০১২ সালের ১ মার্চ বাদীর সাক্ষ্য শেষ হয়। প্রায় দেড় বছর ধরে বাদীর সাক্ষ্য চলার পর মাত্র ১ বছরে আরো ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিক সুবিধা প্রাপ্ত হয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেছিলেন।

(ওএস/এইচআর/মে ১৫, ২০১৪)