রংপুর প্রতিনিধি : বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ মরেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ রবিবার সকালে তাঁর নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ৯০ দিনের অবরোধে অনেক মানুষ মারা গেছেন। কিন্তু রাজনৈতিক ব্যক্তি তো একজনও মারা যাননি। মারা গেছে গরীব মানুষ, শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ। বাচ্চারা মারা গেছে। যে আন্দোলনে মানুষের সম্পৃক্তি নেই তা নিস্তেজ হয়ে যাবে এবং হয়েছেও। এ কারণে বিএনপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বিএনপি সিটি নির্বাচনে প্রার্থী দিয়েও কেন সরে দাঁড়ালেন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নিবার্চনে জয়ী হতে পারবে না বলেই হয়তো সরে দাঁড়িয়েছেন।

রংপুরে গ্যাস আনা প্রসঙ্গে তিনি বলেন, আমি রাষ্ট্রপতি থাকাকালীন রংপুরে গ্যাস আনার পরিকল্পনা করি। আমার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সিরাজগঞ্জ পর্যন্ত গ্যাস নিয়ে আসে। এরপর বিএনপি বগুড়ায় গ্যাস নিয়ে আসে। যে সরকার ক্ষমতায় এসেছে তার এলাকায় উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে রংপুরে গ্যাস আসবে। আমি রংপুর সহ সমগ্র দেশের সার্বিক উন্নয়নে কাজ করব।

উল্লেখ্য, জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ রবিবার সকালে চার দিনের সফরে রংপুরে আসেন।

(এডিএ/এএস/মে ০৩, ২০১৫)