নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : রবিবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নান্দাইলে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ের প্রায় এক হাজার প্রশিক্ষনার্থীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে ময়মনসিংহ- ৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ন্যাশনাল সার্ভিস কমিটির সভাপতি মোহাম্মদ শাহানূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন সহকারী পরিচালক জুয়াহের আলম মিয়া, উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইনুল হক, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিউল আলম ও অফিসার ইনচার্জ নান্দাইল মডেল থানা সৈয়দ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আহসান রেজাউল হক।

বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামূল হক বাবুল, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া, প্রশিক্ষণার্থী রফিকুল ইসলাম, আল আমিন ভইয়া মামুন, সারোয়ার জাহান মিলন ও বাকি ফরাজী প্রমুখ।

(এপিএ/এএস/মে ০৩, ২০১৫)