বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। এসময় গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। আজ রবিবার সকালে বগা বন্দরের ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের সামনের সড়কে বাউফল-ঢাকাগামী একটি বাসেরস সঙ্গে টমটমের সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

টমটম যাত্রি ইমরান হোসেন ও প্রত্যক্ষদর্শী আলআমিন নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী বোঝাই টমটমটির ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান টমটম যাত্রী কৌখালী গ্রামের বাসিন্দা মোসলেম খাঁ (৫৫)।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার শাহআলম সিকদার (৪৫) ও কাজলকে (১০) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যায় শাহআলম সিকদার। গুরুতর আহত টমটম চালক মো. জলিলকে (৩৫) পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আহত টমটম যাত্রী নিজাম গাজীকে (৪০) বাউফল স্বাস্থ্যকমপ্লেক্সে এবং সাগর (১২) ও ইমরান (১১) নামে দুই শিশুকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

(এমএবি/এএস/মে ০৩, ২০১৫)