নাটোর প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মঞ্জুরুল আনোয়ার বলেছেন, বাংলাদেশের লাখো কৃষাণ ও কৃষাণীর অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে দেশ খাদ্যে স্বয়ংসম্পূূর্নতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, দেশে খাদ্য উৎপাদনের জন্য সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগসহ পরিবর্তিত আবহাওয়া মোকাবেলায় কৃষি বিভাগের প্রশিক্ষিত এবং দক্ষ কর্মকর্তারা এখন কৃষকদের দোরগোরায় গিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে।

তিনি শনিবার (০২ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (২য় পর্যায়ের) আওতায় বোরো ব্রি-ধান ২৯ জাতের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান ড. মোস্তাফিজুর রহমান, পরিকল্পনা কমিশনের সহকারী প্রধান নাজমুল হক ভূইয়া, যুগ্ম প্রধান আঃ আজিম চৌধুরী, পরিকল্পনা উইং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-প্রধান আঃ জলিল, আইএমইডির মহাপরিচালক সিদ্দিকুর রহমান, নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ।

এ সময় স্থানীয় এলাকায় প্রায় দুই শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

(এমআর/পিএস/মে ০৩, ২০১৫)