মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার অবসরপ্রাপ্ত  (পেনশনার) চাকুরীজীবিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী ২০১৫ এর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার দুপুরে জেলা হিসাবরক্ষণ অফিস কার্যালয়ে হিসাব রক্ষণ অফিস ও জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে। প্রতিমাসের প্রথম ও দিত্বীয় কর্মদিবসে জেলার পেনশনারদের মধ্যে এ সেবা প্রদান করা হবে। চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করবেন সিভিল সার্জন।

জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুুহ: মাহাবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন ও সিভিল সার্জন ডা. এফ বি এম আব্দুল লতিফ।

অনুষ্ঠানে জানানো হয় এ কর্মসূচীর মাধ্যমে জেলার প্রায় ১০ হাজার পেনশনার বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

(ডিসি/এএস/মে ০৪, ২০১৫)