ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের পূর্ব পুটিয়াখালি গ্রামে তুচ্ছ ঘটনার জেরে স্থানীয় রশিদ ফকিরের ছেলে সোহরাপ ফকিরের বসতঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ ঘটনায় উভয় পক্ষের শিশু-নারীসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে সোহরাপ ফকির ও অপরপক্ষের সোহনেয়ারা বেগম বাদি হয়ে রাজাপুর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হল- সোহরাপ ফকির, তার স্ত্রী মুকুল বেগম, মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আদুরী, বোন সালেহা বেগম, ভাই সরোয়ার, ছেলে জসিম হোসেন ও জসিমের স্ত্রী শিউলী এবং অপরপক্ষের সুন্দর আলীর ছেলে মাসুম, তার স্ত্রী হোসনেয়ারা ও লাইজু বেগম। সোহরাপ ফকিরের স্ত্রী মুকুল বেগম অভিযোগ করেন, একই বাড়ির সুলতান ফকিরের ছেলের পাশের বাড়ির এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক এলাকায় জানাজানি হয়ে যাওয়ার ঘটনায় তাদের অভিযুক্ত করে ইমরান ও মাসুমের নেতৃত্বে ২৫/৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা, জানালাসহ বেড়া ভাঙচুর করে এবং তাদের সবাইকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(এএম/এএস/মে ০৪, ২০১৫)