চট্টগ্রাম প্রতিনিধি : গত ৩০শে এপ্রিল নগরীর চট্টেশ্বরী মন্দিরে “সনাতন মৈত্রী সংঘ-বাংলাদেশ” কর্তৃক নেপালে ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় “PRAY FOR NEPAL” শ্লোগানে এক বিশেষ প্রার্থনা ও শোক সভার আয়োজন করা হয়। গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রার্থনা অনুষ্ঠান আরম্ভ হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি ডা: ঋভুরাজ চক্রবর্তী , সাধারণ সম্পাদক বাবু সুমন প্রসাদ শর্মা, অর্থ-সম্পাদক বাবু ধীমান নাথ এবং প্রকাশনা সম্পাদক বাবু শান্তনু দেওয়ানজী।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটি, চান্দগাঁও থানা, কোতোয়ালী থানা, মিরাসরাই থানা, পটিয়া থানা সহ অন্যান্য থানা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ও “সনাতন মৈত্রী সংঘ-বাংলাদেশ” এর সম্মানিত উপদেষ্টা এ্যাড: তপন কান্তি দাশ মহোদয়। উক্ত প্রার্থনা অনুষ্ঠানে সংগঠনের নেপালি বন্ধুগণ উপস্থিত ছিলেন।

(এসি/এএস/মে ০৪, ২০১৫)