নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামে ইটভাটা থেকে নির্গত দূষিত বাতাসে ২০ একরের অধিক বাগানের আম এবং আরো ৩০ একর জমির কাঁঠাল, লিচুসহ সকল ধরনের ফল নষ্টের অভিযোগ পাওয়া গেছে।

এতে ক্ষতিগ্রস্থ বাগান মালিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

সোমবার সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ছাতিয়ানগাছা গ্রামের কাজেম আলী, আক্কাস সরকার, মোতালেব হোসেন, আব্দুর রশিদসহ অধিকাংশ ব্যক্তির বাগানে আমের পচন ধরেছে। পচন ধরা আম ঝড়ে পড়ছে। একই সাথে লিচু, কাঁঠাল, কলাসহ অন্যান্য ফলেও পচন ধরেছে। সেগুলো যথা নিয়মে ঝড়ে যাচ্ছে।

এ বিষয়ে কাজেম আলী বলেন, আমার ১৮ বিঘা আমের বাগানের অধিকাংশ আম পচে গেছে ইটভার দূষিত বাতাসে। আমার সংসারে আয়ের একমাত্র উৎস আমের বাগান। এবার আমাকে পথে বসতে হবে।

অপর ফল চাষী আব্দুর রশিদ বলেন, গত বছর এক একর বাগানের আম তিন লাখ টাকায় বিক্রি করেছিলাম। এবার ওই বাগানে ৩০ হাজার টাকার আমও অবশিষ্ট নাই।

উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ইটভাটার দূষিত বাতাসের কারনে অনেক সময় ফলের ক্ষতি হয়ে থাকে। ছাতিয়ানগাছায় কেন আমসহ অন্যান্য ফল নষ্ট হচ্ছে তা ক্ষতিয়ে দেখতে হবে।

ইটভাটার সালিক এমএ আলিম বলেন, আমার ইটভাটা আরো ১৫ বছর আগে থেকে চলছে। ইটভাটার কারনে নয়, হয়তো শিলা-বৃষ্টি বা আবহাওয়া জনিত করনে আমসহ অন্যান্য ফলে পচন ধরেছে।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের বলা হয়েছে পচনের সঠিক কারণ নির্ণয় করতে। যদি ইটভাটার জন্য ক্ষতি হয়ে থাকে তাহলে তাদেরকে উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়া হবে।

ইউএনও রুহুল আমিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/পিএস/মে ০৪, ২০১৫)