নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সোমবার কৃষি প্রনোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আউচ চাষের প্রনোদনার আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে বীজ, সার ও টাকা বিতরণ করা হয়।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে কৃষকদের হাতে ওই প্রনোদনা তুলে দেন।

উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ইউএনও রুহুল আমিনের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রমূখ।

অনুষ্ঠানে বাছাইকৃত ৮০ জন কৃষককে ৫ কেজি আউস বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ৪০০/- টাকা করে প্রদান করা হয়।


(এমআর/পিএস/মে ০৪, ২০১৫)