বাগেরহাট প্রিতিনিধি : বাগেরহাট সদরের পারনয়োপাড়া গ্রামের ৩টি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে রাতের আধারে মাছ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে পারনয়োপাড়া গ্রামের হাজী আব্দুল বারেক খান, আব্দুল ছালাম খান ও আব্দুল মতিন খানের ৩টি মাছের খামারে এমাছ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

বাগেরহাট মডেল থানা পুলিশ ও মৎস্য খামার মালিকরা জানান, পারনয়োপাড়া গ্রামের নওয়াপাড়া মৌজায় প্রায় ১৩ একর জমির ৩ ভাই আলাদা ভাবে চিংড়িসহ সাদা মাছের চাষ করে আসছিল। সোমবার গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মৎস্য খামার ৩টিতে বিষ প্রয়োগ করে মাছ লুট করে নিয়ে যায়। সকালে মৎস্য খামার মালিকরা ঘটনাস্থলে গিয়ে কিছু মাছ মৃত অবস্থায় ভাসতে দেখতে পায়। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
(একে/পিবি/মে ০৫,২০১৫)