ঠাকুরগাঁও প্রতিনিধি : শ্রমিকদের টোল আদায় বন্ধ ও ৮ শ্রমিককে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে  ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এতে উভয় পাশে আটকা পড়েছে অন্তত দুই শতাধিক যানবাহন।

বুধবার দিবাগত রাতে শহরের টার্মিনাল এলাকায় শ্রমিকদের টোল চৌকিটি পুলিশ বন্ধ করে দেয়। এসময় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে ৮ শ্রমিককে আটক করে পুলিশ। এর প্রতিবাদে মধ্যরাত থেকে শ্রমিকরা ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। শ্রমিক নেতারা জানান. পুলিশ তাদের কাছে মোটা অংকের চাদা দাবি করে এবং শ্রমিকদের আটক করে। অবিলম্বে শ্রমিকদের ছেড়ে না দেওয়া পর্যন্ত ঠাকুরগাঁওয়ে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা।
তবে সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, অন্যায়ভাবে চাদাবাজি করছিল শ্রমিকরা। এতে বাধা দেওয়াতেই তারা সড়ক অবরোধ করেছে।
(জেএবিিএএস/মে ১৫, ২০১৪)