মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ক্রয়কৃত প্রার্থীদের পক্ষের কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন সাধারন ভোটারদের মনোরঞ্জন লাভের আশায়। ছুটছেন নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্তু। সাধারণ ভোটারদের দেখা মাত্রই হাতে-হাত,বুকে-বুক মিলিয়ে কুশল বিনিময় করে চলছেন এ সকল নেতা কর্মীসমর্থকেরা। ফলে  কদর বাড়তে শুরু করেছে সাধারণ ভোটারদের।

মাগুরা-১ আসনের উপনির্বাচন আগামী ৩০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২০ এপ্রিল নির্বাচন কমিশন এ আসনের তফসিল ঘোষণা করায় ৯ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মেজর জেনারেল (অব:) আবদুল ওয়াহাব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ হাসান সিরাজ সুজা, বিএনএফের জেলা সাধারণ সম্পাদক কেএম মোস্তাসিম বিল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম,স্বতন্ত্র প্রার্থী এটিএম মহব্বত আলী,এ্যডঃ মাহবুবুল আকবর কল্লোল, মাগুরা পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় ও খান আকতারুজ্জামান। এর মধ্যে গত ৪ মে যাচাই-বাছাইয়ে ৩ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়। সমর্থন লাভের আশায় ৫ প্রার্থীর কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ছুটতে শুরু করেছেন গ্রামে-গ্রামে,মহল্লা-মহল্লায় এবং পাড়ায়-পাড়ায়। প্রতিক ছাড়াই চলছে প্রচারাভিযান। প্রার্থীরা মাঠে না নামলেও থেমে নেই কোন প্রার্থীর কর্মী-সমথর্কেরা। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্তু ছুটছেন নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। ফলে কদর বাড়তে শুরু করেছে সাধারণ ভোটারদের। যার সাথেই দেখা হচ্ছে হাতে-হাত,বুকে-বুক মিলিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পছন্দের প্রার্থীর কথা স্মরণ করে দিচ্ছেন এ সকল নেতা কর্মীরা। সেই সঙ্গে শহর থেকে শুরু করে মহল্লা বা গ্রামের পাড়ার-পাড়ার চায়ের দোকান গুলোতে গভীর রাত পর্যন্তু সাধারণ ভোটারদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা ও হিসাব- নিকাশ। কাকে ভোট দেওয়া যাবে, আর কাকে ভোট দেওয়া যাবেনা সে হিসাবও করতে শুরু করেছে সাধারন ভোটারেরা। শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের কৃষক হারুন মোল্যা জানান ভোট এলেই নেতাদের দেখাযায়। আমরা হিসাব-নিকাশ করে দেখবো কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। আমরা বিচার বিশ্লেষণ করেই ভোট দিবো।
(ডিসি/পিবি/ মে ০৫,২০১৫)