সুমন রায়হান :
বৈশাখের প্রথম প্রহর,তোমাকে স্বাগতম
তোমার জন্য আমার প্রথম ভালোবাসা
উদ্ভাসিত যৌবনে ফুটন্ত চাঁদের মত
আজ ক্লান্ত এই বাংলায়
তুমি এলে সবুজের পিরিচে
দিখণ্ডিত হয়ে সোনালি স্বাদের আপেল।

আমি তৃষ্ণার্ত দেখনি কখনো
তরুণ, কিশোর কিংবা যুবকের বারন্ত সময়
তুমি এলে যৌবনের উদ্দীপ্ত পায়রা আনন্দে
শুধু ওড়ে,উড়তে থাকে দিগ্বিদিক।

তুমি এলে যুদ্ধজয়ী এই বাংলার
দুরন্ত বাঙালি
পুনরায় সজীবতায় নিশ্বাস নিয়ে
নতুনকরে বীরের গৌরবে বাঁচার স্বপ্ন দেখে।
তোমার আশ্চর্য কালবোশেখির তাণ্ডবের অশনি সংকেত শুনে
ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টির স্বপ্ন
পেখম মেলে সুখের।

বৈশাখী বাতাসের ঝাপটা এসে যখন লাগে
আমার বন্ধ জানালায়,
খুলে যায় মেলায় মুখর কৈশর
দুর্বার গতিময়তায় ছুটে যাই
পাতার বাঁশির সুরে
মিশে যাই তাদের দলে,
যারা কুটির শিল্পের মত স্বপ্ন বোনে।

নতুন করে উজ্জীবিত হই তাদের সঙ্গে
যাদের দুর্বিষহ সময় কেটেছে
নতুন একটি ভোরের বন্দনায়
যারা এমন সম্ভাবনাময় ভোরকে
আবাহনের প্রতিক্ষায় ছিল।

(ওএস/এএস/মে ০৫, ২০১৫)