স্টাফ রির্পোটার : সরকার রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করছে। আর রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে এই সরকার এখনো ক্ষমতায় টিকে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা নেই মন্তব্য করে ফখরুল বলেন, এ দলটি এক সময় গণতন্ত্রের জন্য লড়াই করলেও আজ তারা জনগণের উপর বিশ্বাস হারিয়ে প্রশাসন দিয়ে নির্যাতন চালাচ্ছে।
তিনি বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের কথা ভুলে ফারাক্কা বাঁধ দিয়েছে। তাদের প্রতি নতজানু হয়ে কোনো সরকারই বাংলাদেশের জনগণের অধিকার আদায় করা যাবে না।
মির্জা ফখরুল বলেন, নতজানু আচরণ দিয়ে কোনো অধিকার প্রতিষ্ঠা হয় না। অর্থে ও সামরিক দিক থেকে আমরা দুর্বল হলেও জনগণের দিক থেকে আমরা শক্তিশালী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সরকার দেশের জন্য কিছুই করতে পারবে না। ফারাক্কা বাঁধ ও তিস্তার ব্যাপারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে অধিকার আদায় করতে হবে।
র‌্যাব প্রসঙ্গে ফখরুল বলেন, যে বাহিনীকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের জন্য গঠন করা হয়েছিল, আজ তারাই সরকার বিরোধী মতের বিরুদ্ধে, গুম-খুনে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন আজ সেই তরুণেরা কোথায় যারা ৫২, ৬৯, ৭১ ও ৯০ সালে দেশের স্বার্থ রক্ষায় সংগ্রাম করেছে। দেশের এই দুঃসময়ে তাদের উচিৎ পুনরায় দেশকে রক্ষা করা।

(ওএস/এএস/মে ১৫, ২০১৪)