ময়মনসিংহ প্রতিনিধি : Stop at Nothing কিছুতেই থামবো না, এক সাথে পরিবর্তন আনবো এ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপি (৪-১১, মে-২০১৫) গ্লোবাল উইক অব এ্যাকশন ক্যাম্পেইন উপলক্ষ্যে ফূলবাড়িয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ২য় দিনে বর্ণাঢ্য বাই-সাইকেল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব বনানী বিশ্বাস কর্তৃক উদ্বোধন করা হয়।

এতে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে শিশু স্বাস্থ্য উন্নয়ন ও মৃত্যু রোধে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার সরকারের পাশাপাশি শিশু মাতৃ স্বাস্থ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য ফুলবাড়িয়া এডিপি কে বিশেষভাবে ধন্য্যবাদ জ্ঞাপন করেন ও বাই- সাইকেল র‌্যালির শুভ উদ্বোধনী ঘোষণা করেন।

বাই-সাইকেল র‌্যালিটি উপজেলা প্রশাসন চত্ত্বর হতে কুশমাইল, বাকতা, নাওগাঁও, কালাদহ ইউনিয়ন হয়ে আনুমানিক ৪০ কি:মি: রাস্তা পরিভ্রমন করে পুনরায় ফুলবাড়িয়ায় এসে শেষ হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পরিবারের ০-৫ বছর বয়সী শিশুর মা ও পরিচর্যাকারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দলীয়আলোচনাকরা হয়।শিশু মৃত্যুর প্রধান কারণ ও প্রতিকার, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কি কি করণীয় তা ছিল উক্তআলোচনারপ্রধান দিক। সমাজের প্রত্যেক স্তরের মানুষ যাতে শিশুদের প্রতি আরও যত্নশীল, ইতিবাচক ওশিশু মৃত্যু হার নির্মূলকরণে অঙ্গীকারবদ্ধ হয়সে জন্য বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের নিকট বার্তা প্রেরণ ও সচেতনতা বৃদ্ধি করাই এর অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

২য় দিনে সর্বমোট ৫০,০০০ হাজার জনগোষ্ঠীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ কার্যক্রমের মাধ্যমে শিশু মৃত্যুর প্রধান কারণ ও প্রতিকার, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে করণীয় সম্পর্কে অবহিতকরণ করা হয়েছে। উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভায় এক যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা আগামী ১১ ই মে পর্যন্ত চলবে।

উল্লেখ্য, সপ্তাহব্যাপি এ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, বাই-সাইকেল শোভাযাত্রা, ফুটবল প্রীতি ম্যাচ, ঘুড়ি উড়ানো উৎসব, আলোচনা, সরকারি-বেসরকারি প্রতিনিধিদের নিয়ে গোল টেবিল বৈঠক ও বিভিন্ন সমাবেশ আয়োজিত হবে।

(এমডি/এএস/মে ০৫, ২০১৫)