রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী শহরতলীর রাইনগর গ্রামে একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম প্রতিষ্ঠিত বুনন আর্ট স্পেসে বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার ১৩ কৃতি সন্তানের নামফলক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। শিল্পী মনসুর উল করিমের সঞ্চালায় আলোচনায় অংশ নেন প্রফেসর কেরামত আলী, অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, হরতোষ কর্মকার, খন্দকার শহিদুল ইসলাম বুলবুল, উম্মে সালমা, দীপ্তি গুহ রায়, ডা. সুনীল কুমার বিশ্বাস, সৈয়দ সিদ্দিকুর রহমান, মুনীরুল হক, বাবু মল্লিক, খালেদ সালাউদ্দিন, গোলাম সরওয়ার প্রমুখ।
আলোচনা শেষে তিনজন প্রবীণ শিক্ষক মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নামফলক উন্মোচন করেন। নামফলকে স্থান পেয়েছে মীর মশাররফ হোসেন, রোকনুজ্জামান খান দাদা ভাই, রাসসুন্দরী দাসী, শিল্পী রশিদ চৌধুরী, ইয়াকুব আলী চৌধুরী, জগদীশ গুপ্ত, কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, বিজন ভট্টাচার্য, বামন দাস গুহরায়, আবুল কাশেম, গীরীজা শংকর মজুমদার ও অভয় শংকর মজুমদারের নাম।
(এসসি/এএস/মে ১৫, ২০১৪)