চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর চকবাজার থানার গুলজার টাওয়ারের পাশে একটি গলি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।

তবে কখন বা কিভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ ধারণা করছে অন্তত ১ থেকে ২ দিন আগে মৃত্যু হতে পারে।

চকবাজার থানার এএসআই মো.ইকবাল হোসাইন বলেন, লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের লোকজন থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। কিভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

(ওএস/পিবি/ মে ০৬, ২০১৫)