রাজশাহী প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজশাহীর গোদাগাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আরশেদ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, বারীনগর এলাকার আবদুল মোমিন (৩৫), মিঠুন (২৫), মাইনুল ইসলাম (৩৫), নুরুল আমিন (৩০), আরিফুল ইসলাম (২২) ও লিটন (৩০)।

তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কৃষক আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম অভিযোগ করেন, প্রতিবেশী জহির হাজীর ছেলেরা জমি দখল করতে সকালে আমাদের পাটক্ষেতে হালচাষ শুরু করে।

এ সময় আমার স্বামীসহ নিকটাত্মীয়রা বাধা দিলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

‘অস্ত্রের আঘাতে আমার স্বামী ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আহত হন আরও ছয়জন’ বলেন তিনি।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হত্যাকাণ্ডের বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ওএস/পিবি/ মে ০৬, ২০১৫)