রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে ‘জেলে পরিচয়পত্র’ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন এ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এতে বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা আলিকুরজ্জামান, ভাইচ চেয়ারম্যান আবুল কালম আজাদ, মাজেদা বেগম, এসএম মহিব উল্যাহ, আক্তার হোসেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূইয়া, জেলা জার্তীয় পাটির নেতা এম আর মাসুদ, আনোয়ার হোসেন বাহার, ওধুদ চৌধুরী মৃধা ও মোস্তফা বেপারী প্রমুখ।
রায়পুর মেঘনা উপকূলীয় বিভিন্ন ইউনিয়নে ৬ হাজার ২৫৬ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যে ছয় হাজার ৫ হাজার ৩৬৪ জন জেলেকে পরিচয়পত্র তৈরি করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধন অনুষ্ঠানে ১’শ জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হবে।
(এমআরএস/পিবি/ মে ০৬,২০১৫)