কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া থানা হাজতে আবুল কাশেম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই বৃদ্ধ। বৃদ্ধের পরিবারের দাবি পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।
আবুল কাশেম কুতুবদিয়া উপজেলার লেমশখালী ইউনিয়নের পেয়ারাকাটা এলাকার মৃত মো. বকসুর পুত্র।
কুতুবদিয়া থানার ওসি মো. আলতাফ হোসেন জানিয়েছেন, ২৬ এপ্রিল রাতে লেমশখালীর কেরলা এলাকার ব্যবসায়ী আবু মুসাকে অপহৃত হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আবুল কাশেমকে ১৪ মে বুধবার বিকালে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে থানা হাজতের বাথরুমের রডের সাথে গলায় কাপড় প্যাচাঁনো অবস্থায় আবুল কাশেমকে ঝুলে থাকতে দেখা যায়। এতে তার মৃত্যু হয়। পরে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুমিনূর রশিদের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হযেছে।
তিনি আরো জানিয়েছেন, আবু মুসার অপহরনকারীদের সাথে নিহত আবুল কাশেমের যোগাযোগ ছিল। এমন কি মুক্তিপনের টাকা টেকনাফের ইসলামী ব্যাংক শাখায় তার একাউন্টে জমা দেয়ার জন্য অপহরনকারীদের পক্ষ থেকে অপহৃত আবু মুসার পরিবারকে জানানো হয়েছিল। এ বিষয়টি খতিয়ে দেখার জন্যই তাকে আটক করা হয়েছিল।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুমিনুর রশিদ সুরতহাল প্রতিবেদন তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পুত্র নূর মোহাম্মদ (৩০) জানিয়েছেন, তার পিতার বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্ট কোন মামলা নেই। তারপরও পুলিশ তার পিতাকে আটক করে শারীরিক নির্যাতন চালিয়েছে। এতে তার পিতা মৃত্যু বরণ করেছে। এ ব্যাপারে নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানিয়েছেন, ওই বৃদ্ধ আত্মহত্যা করেছে। পুলিশের নির্যাতনের বিষয়টি সত্য নয়।
(টিটি/এএস/মে ১৫, ২০১৪)