স্পোর্টস ডেস্ক, ঢাকা : নিজেদের তৃতীয় উয়েফা ইউরোপো লিগ শিরোপা জয় করেছে ইতালির তুরিনে পেনাল্টি শুট আউটের ভাগ্যে ভর করে স্পেনের দল সেভিয়া। পর্তুগালের ক্লাব বেনফিকা হতাশায় ডুবে গেছে যখন অস্কার কার্দোজ ও রদ্রিগো পেনাল্টি থেকে গোল করতে না পারায়। এই পর্তুগালের দলটি ইউরোপের আসরে ব্যর্থতার অপর নাম।

জুভেন্তাস স্টেডিয়ামে পেনাল্টিতে ৪-২ ব্যবধানে বেনফিকাকে হারিয়েছে সেভিয়া। পেনাল্টিতে যাওয়ার আগে ২টি দলই গোল করতে ব্যর্থ ছিল।

বেনফিকা লিগ শিরোপা ও লিগ কাপ জয় করে ফাইনাল খেলতে এসেছিল আত্মবিশ্বাস নিয়ে। ৫২ বছর তারা ইউরোপের আসরে শিরোপা জয় করতে ব্যর্থ। সেই শিরোপা খরা তারা কাটাতে এসেছিল। কিন্তু এবারও হলো না। ১৯৬২ সালে শিরোপা জয়ের পর ইউরোপের ৭টি ফাইনালে হেরেছে। গত বছরও তারা ফাইনালে চেলসির কাছে হেরে গিয়েছিল।

(ওএস/পি/মে ১৫,২০১৪)