মোহাম্মদ মিজানুর রহমান :
প্রাণহীন নয় প্রানবন্ত রূপে
এসো বন্ধু
হৈ হুল্লোড়ের উল্লাসে।
শূন্যতার হাহাকারে ডুবে নয়
বন্ধুরা এসো

বুক ভরা উচ্ছাসে।
বিদ্বেষে-বিভেদে নয় ‘ভাই’
সবাই এসো
ভেদ-প্রভেদ ভুলে।
ভালবাসার তানে ও তালে
এসো ভাইয়রা-বোনেরা
নবজীবনের গান তুলে।
আর নয় বঞ্চনা, আর নয় বৈষম্য
ভাইয়েরা, বোনেরা
এসো সবাই
একযোগে শান্তির নীড় গড়ি।
জীবন সূত্র গেঁথে
সাম্য সূত্রের বাঁধনে
এসো একযোগে লড়ি।
ভাইয়েরা, বোনেরা
এসো সবাই
একযোগে সমতার পৃথিবী গড়ি।
হাতে হাত রেখে, বুকে বুক মেখে
উষ্ণতার বন্ধন সূত্রে
এসো সবাই
মুক্তির জন্য লড়ি।
(এএস/মে ১৫, ২০১৪)