স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তান জানিয়েছে, একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ৬টি সিরিজ খেলার ব্যাপারে। আর ভারত-পাকিস্তানের এই সিরিজ অনুষ্ঠিত হবে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে।

পাকিস্তান ৪টি সিরিজের আয়োজক ও ২টি ভারতে অনুষ্ঠিত হবে। অবশ্য ভারতের বোর্ড কোনো নিশ্চয়তা দেয়নি। তারপরও আরও জটিল সম্মতি ও দেন-দরবারে ঝুলে আছে ভারত-পাকিস্তানের সিরিজ। পাকিস্তান অবশ্য দাবি করেছে, মেমোরেনডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ের (এমওইউ) মাধ্যমে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিটি হয়েছে।

পাকিস্তানে ক্রিকেট নিষিদ্ধ রয়েছে। ফলে ‘হোম’ ভেন্যু হিসেবে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে খেলবে।

এই ৬টি সিরিজে ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১২টি টোয়েন্টি২০ ম্যাচ রয়েছে। সিরিজের যে লিগ্যাল এগ্রিমেন্ট, সেটা অবশ্য এখনও ঝুলে আছে।

(ওএস/পি/মে ১৫, ২০১৪)