নওগাঁ প্রতিনিধি : বস্ত্র ও পাটমন্ত্রী মোঃ ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, মান্দার সাড়ে চার লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে বিকেলেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সদ্য যোগদানকৃত ২২ জন তরুণ ডাক্তারদের (৩৬তম ব্যাচ) সমন্বয়ে এক মাস ১০ দিন ধরে চলছে এ চিকিৎসাসেবা। পারিশ্রমিক ছাড়াই ছুটির দিন ব্যতিত সপ্তাহের ছয়দিন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুইজন করে ডাক্তার এ বিভাগে সেবা প্রদান করে যাচ্ছেন।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতাল ছাড়া দেশের আর কোনো হাসপাতালে এ ব্যবস্থা নেই। এ কারণে মান্দা হাসপাতালের ব্যতিক্রমী এ উদ্যোগ দেশে মডেল হতে পারে।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাদেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহ-সভাপতি বিষ্ণুপদ সরকার কার্তিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, ডা. মনোরঞ্জন মন্ডল, ডা. মিজানুর রহমান রাজু, ডা. ফজলে রাব্বী রেহান, ডা. ফতেহ্ আকরাম, ডা. কলি রানী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তরুণ ডাক্তারদের উৎসাহ বাড়াতে তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

অপরদিকে মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক মঙ্গলবার রাত ৮টার দিকে চকগোপাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবারক হোসেন এতে সভাপতিত্ব করেন।

(বিএম/পিএস/মে ০৬, ২০১৫)