নওগাঁ প্রতিনিধি : বুধবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ হল রুমে খরিপ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন, মোঃ ইসরাফিল আলম এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. গোলাম সারওয়ার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮ টি ইউনিয়নের ৫৯০ জন কৃষকের মাঝে ভর্তুকির উফশী আউশ, নেরিকা জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

(বিএম/পিএস/মে ০৬, ২০১৫)