সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বিবাদমান জমির ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ (৫৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খৈইচালা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত রশিদ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খইচালা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুল লতিফ (৪০), মাজেদা খাতুন (৫৫) ও আকতার হোসেনের (৪৮) অবস্থা আশঙ্কাজনক। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খইচালা গ্রামে ৫২ শতক জমি নিয়ে আমজাদ হোসেন ও আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরে আব্দুর রশিদ ওই জমিতে ধান কাটতে গেলে আমজাদ হোসেনের সমর্থকরা আব্দুর রশিদের ওপর হামলা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুর রশিদসহ উভয়পক্ষর অন্তত ১২ জন আহত হন। গুরুতর অবস্থায় আব্দুর রশিদকে রায়গঞ্জ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে খইচালা গ্রামের তাজিম উদ্দিনের ছেলে আমজাদ হোসেন ও আমজাদ হোসেনের ছেলে হাসান (৩০), হোসেন (২৫), ফরিদা (৩৫), সালমা (৩৭) ও শিল্পী (৩৩)সহ ৯ জনকে আটক করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


(এসএস/পিবি/ মে ০৭,২০১৫)