চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার সকালে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন: মা  নাসিমা বেগম (২৮) ও তার মেয়ে রিয়া আক্তার ফাল্গুনি (৮)।

ঘটনার সময় নিহতের স্বামী শাহআলম ও দুই ছেলে স্কুলে ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখন পয়ুণ্ত কিছু জানা যায়নি।
(ওএস/পিবি/ মে ০৭,২০১৫)