রাজশাহী প্রতিনিধি : দেশের ঐতিহ্য প্রত্নসম্পদ রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যা অতীতে কখনো হয়নি। একটি জাতির বড় পরিচয় হলো তার সংস্কৃতি। আর তাই আমাদের সংস্কৃতিমনা মানুষ হতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার পুঠিয়ায় প্রত্নসম্পদ রক্ষায় ও সংস্কারের জন্য ৪ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার সংরক্ষিত পুরাকীর্তি পুঠিয়া গ্রুপ অব মনুমেন্টস এর উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এ কথা বলেন।

পুঠিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ প্রত্নসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আকতার বলেন, সরকারের বরাদ্দকৃত অর্থে শিগগিরই পুঠিয়ার প্রত্নসম্পদ সংস্কার করে পর্যটকদের আকৃষ্ট করা হবে।

এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মেদ, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

(ওএস/এএস/মে ০৭, ২০১৫)