নাটোর প্রতিনিধি :  নাটোরের বড়াইগ্রামের সাহেবের হাট এলাকা থেকে ছিনতাই হওয়া ২২৭ বস্তা চিনি বোঝাই ট্রাকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার  নরসিংদির বেলাবো থেকে ট্রাকটি ছিনতাই হয়।

পুলিশ জানায়,গত শুক্রবার নরসিংদির পলাশের ব্যবসায়ী নীলকমল রায় ঢাকা থেকে ৩২০ বস্তা চিনি ট্রাকে ভরে তার গন্তব্যে পাঠায়। এসময় ট্রাকের চালক নাটোরের লালপুর থানার ভবানিপুর গ্রামের আবু ব্যাপারীর ছেলে বাবু মিয়া (৩৫), তার সহযোগী তিলকপুর গ্রামের আদম আলীর পুত্র হাসান মাহমুদ (২৭), পুকুরচিলান গ্রামের মৃত আজগর আলীর পুত্র আমীরুল ইসলাম (৩০) এবং বড়াইগ্রামের কৃষ্ণপুর গ্রামের লালন প্রামাণিকের ছেলে জুয়েল রানা (২৫) চিনি ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ব্যবসায়ী নীলকমল রায় শুক্রবার রাতেই ট্রাক চালক বাবু মিয়ার নামে নরসিংদির বেলাবো থানায় মামলা দায়ের করেন। পুলিশ চালককে আটক করে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তায় গতরাতে সাহেবের হাট এলাকার লালনের মুদি দোকান থেকে ছিনতাইকৃত ২২৭ বস্তা চিনি উদ্ধার করে। এসময় অপর তিনজনকে আটক করা হয়।
(এমআর/পিবি/মে ০৭,২০১৫)