নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার চরকাদহ গ্রামে ঈদগাহের জায়গা ও খাসজমিকে কেন্দ্র করে হামলা-ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধা জীবন সরকার।

অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন জানান, জায়গা জমি নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জীবন সরকার বলেন, রাতের অন্ধকারে তার বাড়িতে ভাংগচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। তার পরিবারকে একঘরে করে রাখার অভিযোগও করেন তিনি।
জীবন সরকারের সাথে ঈদগাহ কমিটির বিরোধ থাকলেও কোনো হামলা-ভাংচুরের ঘটনা ঘটেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, এব্যাপারে উভয়পক্ষকে নিয়ে শালিসী বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সতত্যা পাওয়া গেলে. দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
(এমআর/পিবি/মে ০৭,২০১৫)