নাটোর প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আঞ্জুয়ারা খাতুনকে স্থানীয় বখাটে যুবক ইউসুফ আলী মারপিট করে । এবিষয়ে সিংড়া থানায় অভিযোগ করা হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় বৃহস্পতিবার ওই বখাটের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলত শাস্তির দাবিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ।

বিক্ষোভকারীরা সিংড়া থানা ও ইউএনও অফিস ঘেরাও করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার ও সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ইটালী গ্রামের মুনছুর আলীর ছেলে বখাটে যুবক ইউসুফ আলী বুধবার দুপুরে ইটালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরকারি ঔষধ দাবি করে। অতিরিক্ত ঔষধ দিতে অপারগতা প্রকাশ করায় সে ক্ষিপ্ত হয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আঞ্জুয়ারা খাতুনকে মারপিট করে। এলাকাবাসী ডাঃ আঞ্জুয়ারা খাতুনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে বখাটে ইউসুফ গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা কর্ম বিরতির ঘোষনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।


(এমআর/এসসি/মে০৭,২০১৫)