স্টাফ রির্পোটার : আগামী বাজেটে এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু সেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য।’

তিনি বলেন, ‘আমি যে বাজেট দেই তা উচ্চাবিলাষী নয়, কেননা ৯৬ শতাংশ বাজেট বাস্তবায়ন হয়েছে। এর আগে ছোট বাজেট থাকলেও ৯০ শতাংশের উপরে বাস্তবায়ন হয়নি।’
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ সব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘যারা পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠা করবে তাদের ট্যাক্স কমবে। যারা পরিবেশের ক্ষতি করবে তাদের ওপর ট্যাক্স বাড়বে।’
প্রাক-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন-সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, গোলাম দোস্তগীর গাজী এমপি, ড. ফরাজি এমপি, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, একে এম মাইদুল ইসলাম এমপি, মেজর রফিকুল ইসলাম এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রমুখ।
(ওএস/এএস/মে ১৫, ২০১৪)