সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের ৩৫ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভিত্তিফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ মে) সকাল ১০টা ২০ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফলক উন্মোচন করেন তিনি।

একই সঙ্গে সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইরন বিদ্যুৎ কেন্দ্রকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলে উন্নীতকরণ, শেখ রাসেল পৌর শিশু পার্ক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ২৫০ মেগাওয়াট সম্প্রসারিত বিদ্যুৎ কম্বাইন্ড সার্কেলের উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ওএস/অ/মে ০৮, ২০১৫)