কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফ উপজেলার দ্বীপ হ্যাচারি এলাকায় বন্দুকযুদ্ধে তিন মানব পাচারকারী নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। নিহতরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারি। এসময় পুলিশের তিন সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধলু হোসেন (৫৫), জাহাঙ্গীর আলম (৩৪) ও জাফর আলম (৩৮)। এরা সবাই টেকনাফের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, রাতে অস্ত্র মহড়া দিয়ে সাগরপথে মানবপাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারিরা পুলিশের উপর লক্ষ্য করে ২০/২৫ রাউন্ড গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে প্রায় ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে পাচারকারির অন্য সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে শীর্ষ মানব পাচাকারি ধুলু হোসেন, জাফর আলম ও জাহাঙ্গীর আলমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওসি মো. আতাউর রহমান খোন্দকার আরো জানান, সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম দ্বীন তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনিসহ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ও কনস্টেবল আব্দুল বারি আহত হয়েছেন। তারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত ধলু হোসেনের বিরুদ্ধে ২০টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে আটটি ও জাফরের বিরুদ্ধে দুটি মানবপাচারের মামলা রয়েছে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্যা কক্সবাজার পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, ১০টি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

(ওএস/এএস/মে ০৮, ২০১৫)