শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৪ মে বুধবার রাতে বিশিষ্ট কন্ঠ শিল্পী সঞ্চিতা হোড় দিপু’র একক সঙ্গীতানুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

কন্ঠশিল্পী সঞ্চিতা হোড় দিপু রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালনগীতি, কীর্তন, বৈঠকী গানসহ একটানা আড়াই ঘন্টা সঙ্গীত পরিবেশন করেন। শ্রোতারা তন্ময় হয়ে শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন। এসময় শিল্পীকে সঙ্গীতায়োজনে সহায়তা করেন তবলায় জেলা কালচারাল অফিসার তমাল বোস, কী-বোর্ডে মজিবর রহমান ও প্যাড ড্রামে রতন সাহা।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গানের শেষে শিল্পীর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মো. খুররম, সাবেক পৌর মেয়র লুৎফর রহমান মোহন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আমীষ চন্দ্র কর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
(এইচবি/এএস/মে ১৫, ২০১৪)