চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো.মোস্তফা (৩৪) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোস্তফা ফটিকছড়ির ভুজপুর থানার উত্তর ভুজপুরা থানার মো.মুসা মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই পংকজ বড়ুয়া জানান, ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এসময় সিএনজি অটোরিক্সায় থাকা মোস্তফাসহ চারজন আহত হয়। সকাল ৯টার দিকে মোস্তফাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত আরও তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে এএসআই পংকজ জানান।
(ওএস/পিবি/ মে ০৯,২০১৫)