নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রসাশনের আয়োজনে তিন দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ঋণ প্রদান ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতিতে একটি বাড়ি- একটি খামাড়সহ কৃষি, মৎস্য, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ে ডিজিটাল করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়। মেলায় এসব বিষয়ের ওপর ৩৫টি স্টল স্থান পায়। তিন দিন ব্যাপী এই ডিজিটাল মেলার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পত্নীতলা শাখার ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ রিজিওন-২ এর সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ প্রমুখ।
(বিএম/এএস/মে ১৪, ২০১৪)