লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকালে পৌর শহরের এড. মিজানুর রহমান মুন্সীর কার্যালয়ে উপজেলার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা করা হয়। এড. মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ নুরুল আনোয়ার বাচ্চু, প্রভাষক নুরন্নবী, সাংবাদিক তবারক হোসেন আজাদ, যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাছেল, নুরন্নবী শাওন, ইমাম হোসেন লিটন, মাহাবুরর রহমান রিজবী, সৌরভ পীর, সাইফুল ইসলাম রাজিম ও রিয়াদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল কাদের মিয়া এবং মা ময়েজুন্নেসা। তিন বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করেন। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর দেশে ফিরে একই বছর ১৭ নভেম্বর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বিয়ে করেন তিনি। পরে দীর্ঘদিন কিডনির সমস্যাসহ হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগে ২০০৯ সালের ৯ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে তার মৃত্যু হয়।

(এমআরএস/পিএস/মে ০৯, ২০১৫)