টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আবু ইউসুব শ্যালিকাকে বিয়ে করায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

জানা যায়, উপজেলার মহেলা গ্রামের হাছেন আলীর ছেলে আবু ইউসুব (৪৫) প্রায় ১৫ বছর পূর্বে একই গ্রামের কদ্দুছের মেয়ে কোহিনুর বেগম (৩২) কে বিয়ে করে। কিছুদিন পর ইউসুবের শ্যালিকা খোদেজা বেগম (৩০) এর সাথে একই উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের আলীর ছেলে আ: লতিফের বিয়ে হয়।

কিন্তু গত ৩ বছর যাবৎ লতিফ প্রবাসী জীবন যাপন করে। এ সুযোগে দুলাভাই ইউসুবের সাথে শ্যালিকা খোদেজার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্ক ঘনিষ্ট হওয়ায় গত ৫ জানুয়ারি শ্যালিকা খোদেজা তার স্বামী লতিফকে তালাক দেয় এবং ১২ এপ্রিল টাঙ্গাইল নোটারী পাবলিকের মাধ্যমে দুলাভাই ইউসুবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ ব্যাপারে আ: লতিফ বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছে।

অপরদিকে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করায় বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

(আরকেপি/পিএস/মে ০৯, ২০১৫)