নেত্রকোণা প্রতিনিধি : শনিবার দুপুরে নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ফেরদৌস মিয়া (৬৫) নিহত ও ছোট্টন মিয়া (২৬) আহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের ফেরদৌস মিয়ার সাথে নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের নূর মিয়ার গরু নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপুরে নূর মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধানকুনিয়ার হাওড়ে ধান কাটারত ফেরদৌস মিয়া ও তার ছেলে ছোট্টন মিয়া উপর অতর্কিত হামলা চালায়। এতে ফেরদৌস মিয়া ও তার ছেলে ছোট্টন মিয়া গুরুতর আহত হয়ে মদন হাসপাতালে ভর্তি হয়।

আহতদের আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ফেরদৌস মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

(এএমএ/পিএস/মে ০৯, ২০১৫)