বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল থানার ভারত সীমান্তবর্তী রঘুনাথপুর মাঠ থেকে ৯৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় তারা কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।

রবিবার সকাল ৬টার দিকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তবর্তী ওই এলাকায় অভিযানে যায় বিজিবি।

টের পেয়ে আগেই কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে এসব বস্তার মধ্যে ৯৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

সকালে ২৬ বিজিবি ব্যাটালিয়ন রঘুনাফপুর ক্যাম্পের সুবেদার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

(ওএস/পিবি/ মে ১০, ২০১৫)