বিনোদন ডেস্ক : ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন মাধুরী দীক্ষিত। মাঝখানে প্রবাসীর প্রেমে জড়িয়ে বলিউড থেকে সাময়িক সময়ের জন্যে ছুটি নিলেও ফিরে এসে আবারো নতুন করে রাজত্ব শুরু করেছেন। আজ বৃহস্পতিবার এই নায়িকা সাতচল্লিশতম জন্মদিন। তবে জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখেন নি তিনি।

‘অবোধ’ চলচ্চিত্রে এক গাল ব্রন নিয়ে ক্যামেরার সামনে দুর্বল অভিনয়ে মাধুরী তখন শুধু এক সাধারণ নায়িকা। তবে অ্যাসিডের ঝাঁঝে কপাল খুলল এই নায়িকার। পরিচালক এন চন্দ্রা ‘তেজাব’ দিয়েই প্রায় পাকাপাকি বলিউডে জায়গা করতে এগিয়ে এলেন ‘এক দো তিনে’র অসাধারণ মাধুরী। তারপর একে একে সুভাষ ঘাইয়ের ‘রাম লক্ষণ’, ‘ত্রিদেব’, ‘দিল’, ‘পরিন্দা’, ‘সাজন’, ‘বেটা’ মেতা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে জায়গা করে নেন। সম্প্রতি বলিউডে ফিরে এসে ‘আজা নাচলে’, ‘দেড় ইশকিয়া’, ‘গুলাব গ্যাং’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মাধুরী দীক্ষিত এখন পযর্ন্ত সর্বমোট ১৩ বার ফিল্ম ফেয়ার পুরস্কারের জন্যে মনোনিত হয়েছেন।

(ওএস/এএস/মে ১৫, ২০১৪)