বাগেরহাট প্রতিনিধি  : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বমানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দিচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ গড়তে দু’বছরের মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণের কাজ শেষ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার দুপুরে বাগেরহাট জেলা শিক্ষা অফিস মিলনায়তনে জেলার ৯টি উপজেলার ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদীয় কমিটির সভাপতি এমপি বাদশা আরও বলেন,শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যত্নবান হতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দারের সভাপতিতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান,পিটিআই সুপার আবু হানিফ বক্তব্য রাখেন।
(একে/পিবি/মে ১০,২০১৫)