পিরোজপুর প্রতিনিধি : রবিবার ভান্ডারিয়ার চরখালি-মঠবাড়িয়া সড়কের হেতালিয়া রুস্তুম আলি ফকির বাড়ির সমানে এক দুর্ঘটনায় ভবতোষ বৈরাগী (৩৫) (ঢাকা মেট্রো জ-০৪-০০৯০) তালহা নামেন বাসের সুপারভাইজার  নিহত হয়েছে। দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছে। আহতদের ভান্ডারিয়া হাসপাতালে  নেয়া হয়েছে।

রবিবার সকাল ৮টায় মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা এবটি যাত্রীবাহী বাস পিরোজপুরের উদ্দেশ্যে ফেরি ধরার জন্য দ্রুত গতিতে চালালে নিয়ন্ত্রন হারিয়ে সাড়ে ৯টার দিকে হেতালিয়ায় সড়কের পাশের একটি গাছে থাক্কা খেয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ভবতোষ বৈরাগী মারা যায়। দুর্ঘটনায় বাসের ১৭ যাত্রী আহত হয়। পরে গ্রামবাসিরা এসে বাসের তলায় আটকে পড়া বাসের হেলপার আশিক মিয়া (২২) কে মাটি কেটে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া পরে বরিশাল প্রেরণ করা হয়। এছাড়া আহত ১৫ জনকে ভান্ডারিয়া হাসপাতালে পাঠানো হয়। আহত যাত্রীরা হলেন, আমীর হোসেন (৪৫),রাজিব হোসেন (১৮), আমির মিয়া(২৬), কুদ্দুস মিয়া (৬০), স্বপনসমনস্থ (৩৩), সাব্বির (২০), হিমাংশু (৩২), মাহমুদা আক্তার (২১)মাহিম (৩), পার্থ(৩২), নূর ইসলাম(৬৪)।
এদের মধ্যে আমীর হোসেন(৪৫)নামে এক যাত্রী ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। নিহত ভবতোষ বৈরাগীর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের নিকুঞ্জ বৈরাগীর ছেলে। বাসের যাত্রীরা জানান, চরখালী ফেরী ধরার জন্য বাসের ড্রাইভার দ্রুত গতিতে বাসটি চালানোর কারনেই এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি অতিরিক্ত যাত্রী ছিল। বাসটি উল্টে রুস্তুম ফকিরের ঘরের সামনে খাদে পড়লে ভিতরে আটকে পড়া এক জনকে মাটি কেটে বের করে হাসপাতালে নেয়া হয়। পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভান্ডরিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল,মঠবাড়িয়ার ইউএনও মো. আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ড্রাইভার পলাতক রয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) সরোয়ার সেখ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জনের মুত্যু হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৭/৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

(এসএ/পিবি/মে ১০,২০১৫)