শোভন সাহা : ইংল্যান্ডের বিশ্বকাপে দল বাছাইয়ে যখন কেভিন পিটারসন আর অ্যালিস্টার কুককে বাদ দেওয়া হয় তখনই অনেক ক্রিকেট বোদ্ধাদের ধারনা ছিল কি আছে ইংল্যান্ড ও তাদের কোচের কপালে। তারপরও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পিটার মুরসকে ওয়েস্ট ইন্ডিস সফর পর্যন্ত একটা শেষ সময় দিয়েছিল।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাজে ফর্ম এবং ওয়েস্ট ইন্ডিস সিরিজ ড্র হবার পরই ইংল্যান্ডের কোচকে বিদায় সংবাদ শোনানো হয়। আর সাথে সাথে ইংলিশদের অন্তবর্তীকালীন কোচ হিসাবে সহকারী কোচ পল ফারব্রসকে নিযুক্ত করা হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তাড়াতাড়ি করে পলকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। তবে কোচ পরিবর্তনের সাথে সাথে কি কুক ও পিটারসন আবারও ওয়ানডে দলে হারানো জায়গা ফিরে পাবার আশা করছেন!

তবে থ্রি লায়ন্সদের কোচ হবার লড়াইয়ে এগিয়ে আছেন দুই অজি ক্রিকেটার জ্যাসন গিলেস্পি ও জ্যাস্টিন ল্যাঙ্গার।

(এসএস/পি/মে ১০, ২০১৫)