টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে চার আওয়ামী লীগ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯মে) দিবাগত রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিস্কৃত নেতারা হচ্ছেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামছুজ্জামান পাশা, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানা, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক ও যুগ্ম-সম্পাদক আতোয়ার রহমান। একইসঙ্গে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মল্লিককে শোকজ করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, খুব তারাতারি বহিষ্কারের চিঠি কেন্দ্রে পাঠানো হবে। জেলা আওয়ামীলীগের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, গত ৪ মে (সোমবার) দুপুরে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা লাঞ্ছিত এবং উভয় গ্রুপের ২৫ জন আহত হয়।

(আরকেপি/পি/মে ১০, ২০১৫)