স্পোর্টস ডেস্ক, ঢাকা : মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে স্লো-ওভার রেটের জন্য পাকিস্তানকে জরিমানা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হওয়ায় পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হকের ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রু পাকিস্তান দলকে এই জরিমানা করেন। আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করায় পাকিস্তান দলকে এই জরিমানা করা হয়।

প্রসঙ্গত, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র হলেও দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়ে ১-০ তে সিরিজ জিতে নেয় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ তে টানা চার ম্যাচ হারা পাকিস্তান।

(ওএস/পি/মে ১০, ২০১৫)